নেইমারকে নিয়ে সুখবর দিল পিএসজি
স্পোর্টস ডেস্ক:
পায়ের গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপ থেকে ইনজুরি সমস্যায় ভুগতে থাকেন তিনি। সবশেষ ফেব্রুয়ারিতে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে মাঠে নেমে আবারো ইনজুরিতে পড়েন ব্রাজিল সুপারস্টার।
ইনজুরির কারণে এবারের মৌসুম মিস করবেন নেইমার। বিষয়টি আগেই জানিয়েছিল পিএসজি। তবে নেইমারের ইনজুরি নিয়ে সুখবর দিল ফরাসি ক্লাবটি।
সম্প্রতি কাতারের দোহায় নেইমারের পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তিনি ব্রাজিলে ছিলেন। সেখানে প্রেমিকা বিয়ানর্কাদির সঙ্গে সময় কাটিয়েছেন এই তারকা। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবরও দিয়েছেন ভক্তদের।
ব্রাজিলের ক্লাব সান্তোসেও যান নেইমার। সেখান থেকে প্যারিসে ফেরার পর তার পায়ের প্রোটেকশন বুট (সুরক্ষার জন্য বানানো বিশেষ জুতা) খোলা হয়েছে। সব কিছু ঠাকঠাক থাকায় মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি।
পিএসজি বিবৃতি দিয়ে বলেছে, ‘নেইমার জুনিয়র পিএসজির ট্রেনিং সেন্টারে ফিরেছেন। ক্লাবের মেডিকেল স্টাফ ও অস্ত্রোপচার করানো চিকিৎসকের সহায়তার তার পায়ের প্রোটেকশন বুট খোলা হয়েছে। প্রয়োজনীয় টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করে এখন তিনি প্যারিসে তার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করবেন।’