কলারোয়ায় ৪শ কেজি অপরিপক্ক আম বিনষ্টকরণ
Post Views:
২১৯
কামরুল হাসানঃ
কলারোয়ায় এবার ৪০০ কেজি অপরিপক্ক আম জব্দ ও বিনষ্টকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলারোয়ার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গাড়ির চাকায় পিষ্ট করে অপরিপক্ক এ আম বিনষ্টকরণ করা হয়। রাসায়নিক দ্রব্য মেশানো ২০ ক্যারট গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য বহন করার সময় সোনাবাড়িয়া পটল হাটের কাছে পুলিশ আটক করে। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার নির্দেশনায় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গাড়ির চাকায় পিষ্ট করে তা বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ সাংবাদিক ও স্থানীয় জনতা। কৃষি অধিদপ্তরের নির্দশনা অনুযায়ী গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহের তারিখ ১২ মে। অপরদিকে হিমসাগর ২৫ মে, ল্যাংড়া পহেলা জুন ও আম্রপালি ১৫ জুন সংগ্রহ করার কথা। এর আগে গত ২৩ এপ্রিল উপজেলার যুগিখালি ইউনিয়ন পরিষদ চত্বরে ৬০০ কেজি অপরিপক্ক আম জব্দ ও বিনষ্টকরণ করা হয়।