টাউন স্পোর্টিং ক্লাব ও রসুলপুর যুব সমিতির যৌথ উদ্যোগে প্রীতি মহিলা ফুটবল খেলায় ২-০ গোলে পল্লীবন্ধু ফুটবল একাদশ ঢাকা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি মহিলা ফুটবল খেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে রসুলপুর ফুটবল মাঠে টাউন স্পোর্টিং ক্লাব ও রসুলপুর যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সভাপতি মো. মেহেদী হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ। প্রীতি মহিলা ফুটবল খেলায় অংশ নেয় রসুলপুর ক্রীড়া প্রতিষ্ঠান বনাম পল্লীবন্ধু ফুটবল একাদশ ঢাকা। প্রীতি মহিলা ফুটবল খেলায় রসুলপুর ক্রীড়া প্রতিষ্ঠানকে ২-০ গোলে পরাজিত করে পল্লীবন্ধু ফুটবল একাদশ ঢাকা দল জয়লাভ করে। প্রীতি ফুটবল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন সোহানা খাতুন, সহকারি রেফারি ছিলেন সারাবান তহুরা, সুরভী ও সাম্মু চৌধুরী। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি সৈয়দ আহমদ খান মনু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক খেলোয়াড় লিয়াকত হোসেন অরুণ, নাসির আব্দুল প্রমুখ। খেলার ধারাভাষ্যকার ছিলেন ইকবাল হোসেন। এসময় টাউন স্পোর্টিং ক্লাব ও রসুলপুর যুব সমিতির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।