বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্কঃ
কুষ্টিয়া সদর উপজেলায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন, মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সোমরার ভোরে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে ৩ জন মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার বলেন, সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন আরো পাঁচজন।
Please follow and like us: