বাখমুতের আরো তিন এলাকা রাশিয়া সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বাখমুত। শহরটি দখলের জন্য রাশিয়া এখনো হামলা চালিয়ে যাচ্ছে। এতোদিন রাশিয়ার সকল হামলার প্রতিরোধ করেছিল বাখমুত।
কিন্তু রাশিয়ার হামলায় যুদ্ধবিধ্বস্ত এই শহরটি প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমের আরো তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এ ঘোষণা দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের ওপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়, এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে তারা।
গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ওই শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ এর ফলে দোনবাস অঞ্চলের অন্য অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।
বাখমুত শহরটি দোনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষই এই শহরের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।