লিটনের আইপিএল অভিষেক নিয়ে সুসংবাদ!
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে টানা দুই ম্যাচ হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাঠে নামবে কলকাতা। এদিন কেকেআরের হয়ে লিটন দাসের অভিষেক হওয়ার বেশ জোরালো সম্ভাবনা রয়েছে।
চলতি আইপিএলে এখন পর্যন্ত দিল্লিই একমাত্র দল যারা কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের বিপক্ষে কলকাতার জয়ের সম্ভাবনাও রয়েছে বেশ। দিল্লির বিপক্ষে জিততে না পারলে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে পড়বে কলকাতা।
এদিকে গেল দুই ম্যাচে কলকাতার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির ওপেনিং জুটি। ব্যাট হাতে রহমানুল্লাহ গুরবাজ ধারাবাহিকভাবে ব্যর্থ। আর তাই দিল্লির বিপক্ষে গুরবাজের বাদ পড়া এক প্রকার নিশ্চিতই। তাই গুরবাজের পরিবর্তে কলকাতার একাদশে দেখা মিলতে পারে লিটনের।
ব্যাট করার পাশাপাশি লিটন উইকেটরক্ষকও। তাই গুরবাজের বদলে তিনিই হতে পারেন কলকাতার প্রথম পছন্দ। ফলে মহাগুরুত্বপূর্ণ আজকের ম্যাচেই কলকাতার একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসকে।
কলকাতার মিডল অর্ডার ঠিক থাকলেও সমস্যা বোলিং আক্রমণ নিয়ে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ভাল বল করতে পারেনি কেকেআর। তাই বোলিং বিভাগেও পরিবর্তন আনতে পারে দলটি।
কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস, নারায়ন জগদীশন, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনিল নারাইন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।