ম্যারাডোনার মৃত্যুতে আটজন বিচারের মুখোমুখি
অনলাইন ডেস্ক:
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে আটজনকে দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করা হয়েছে। আর্জেন্টিনার আদালত ওই ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার নির্দেষ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার একটি আপিল আদালত জানিয়েছেন, ম্যারাডোনার মৃত্যুর জন্য মেডিকেল টিমের আটজনকে বিচারের মুখোমুখি করা হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। খবর বুয়েন্স আইরেস টাইমস।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সী ম্যারাডোনাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পরে বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। শেষ পর্যন্ত আদালতের গড়ায় বিষয়টি। ২০২২ সালে ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুক, আগুস্টিনা কোসাচভসহ আটজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়।
পরে ওই আট চিকিৎসক আদালতে হাজির হয়ে নিজেদেরকে নিরাপরাধ দাবি করেন। তখন প্রসিকিউটররা রোগীকে ‘অবহেলা’ ও চিকিৎসায় ‘ঘাটতি’র অভিযোগ তোলেন। সেইসঙ্গে ২০২১ সালে ২০ জন বিশেষজ্ঞের বিশ্লেষণ তুলে ধরা হয়। যেখানে আট চিকিৎসকের অবহেলার প্রমাণ পাওয়া যায়। বিশ্লেষণে আরও বলা হয়, যদি ভালো চিকিৎসা দেয়া হতো তাহলে ম্যারাডোনা হয়তো বেঁচে থাকতেন।
প্রসিকিউটরদের তুলে ধরা প্রতিবেদনের পরে আদালত অভিযুক্তদের বিচারের সিদ্ধান্ত নেন। তবে এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, বিচারের কাজ শেষ হতে এখনও এক বছর লেগে যেতে পারে।