নড়াইলে শারিরিক প্রতিবন্ধীকে মালামালসহ ভ্রাম্যমাণ দোকান উপহার
নড়াইল প্রতিনিধি:
নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষ থেকে শারিরিক প্রতিবন্ধীকে মালামালসহ ভ্রাম্যমাণ দোকান উপহার দেয়া হয়েছে। ‘নির্ভর নয় নির্ভার’ এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধায় চলো পাল্টাই বাংলাদেশের নড়াইলের আলাদাতপুরস্থ কার্যালয়ে এ উপহার দেয়া হয়।
শারীরিক প্রতিবন্ধী উজ্জ্বল মোল্যার হাতে মালামালসহ ভ্রাম্যমাণ দোকান তুলে দেন চলো পাল্টাই বাংলাদেশের উপদেষ্টা এমপি মাশরাফির পিতা সমাজসেবক গোলাম মোর্তুজা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শরিফুল আলম লিটু, চলো পাল্টাই বাংলাদেশের উপদেষ্টা ও নড়াইল সরকারী বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শক্তি পদ বিশ্বাস, উপদেষ্টা মোস্তফা কামাল,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল,চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খান,সদস্য কামরুল হাসান,সনদিপ বাবু,সহ সংগঠনের অন্যসদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
নড়াইলের একটি সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’ এর ১০০ জন সদস্যস দিনে ও রাতের আধারে মাশরাফি বিন মোতুর্জার নড়াইল -২ আসনের নড়াইল সদরের আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ও দুস্থদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি পৌছে দিয়েছেন। মাশরাফি বিন মোতুর্জার সার্বিক সহযোগিতায় চলো পাল্টাই বাংলাদেশের পক্ষ থেকে এক শারিরিক প্রতিবন্ধীকে মালামালসহ ভ্রাম্যমাণ দোকান উপহার দেয়া হয় এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।