নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরন
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ঈদ সামগ্রী বিতরন করেছেন। গতকাল বুধবার ১৯ এপ্রিল সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫৫ পদাতিক ডিভিশনের তত্বাবধানে জাগ্রত বিশ (২০ ইষ্ট বেংগল) এর সার্বিক ব্যাবস্থাপনায় এই ঈদ উপহার সামগ্রী ১ হাজার মানুষের মাঝে বিতরন করা হয়।
উপহার সামগ্রীতে পোলাও চাউল ০১ কেজি, সাধারণ চাউল ০১ কেজি, চিনি ৫শ গ্রাম,ডাল ৫শ গ্রাম, ভোজ্য তেল ৫শ গ্রাম ও সেমাই ২ প্যাকেট। ঈদ সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনে কর্মরত ব্রিগেডয়ার জেনারেল ফিদা মাহমুদ, এ এফ ডব্লিউ সি,পিএসসি, ২০ ইষ্ট বেংগলের অধিনায়ক লেঃ কর্নেল ইয়াছির সারোয়ার, পিএসসি, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আল হেলাল,মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হিসাম শেখ প্রমুখ।
এসময় ঈদ উপহার সামগ্রী গ্রহন কারি আমাদা গ্রামের আনোয়ার হোসেন, ঝর্না বেগম,শোভা বেগম সহ আরো কয়েকজন বলেন আমরা হত দরিদ্র ঈদের আগেই খাবার সামগ্রী পেয়ে খুবই খুশি।, এ সময় সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই প্রক্রিয়া যেন চলমান রাখেন।