ছুটির প্রথম দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
অনলাইন ডেস্ক:
ঈদের ছুটির প্রথম দিনে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। এতে ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতুতে এই টোল আদায় হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ডসংখ্যক গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গেল ৩২ ঘণ্টায় সেতুর দুই টোলপ্লাজা দিয়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ছুটির প্রথম দিনে ঈদযাত্রায় সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।