সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে কর্মহীন, দরিদ্র ও দুস্থ পীড়িত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে সদরের আখড়াখোলা বয়ারখোলা গ্রামে জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব’র পরিচালক ও বল্লী মো. মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও নলকুপ বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সরকারের পাশা পাশি বেসরকারি উদ্যোগে অনেক সংগঠন জনগণের কল্যাণে কাজ করে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব’র মহতী উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনটি ইতিপুর্বেও খাদ্য সামগ্রী ও নলকুপ বিতরণ করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন সোয়াব সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দিয়ে যাচ্ছে। সংগঠনটি সফলতার সাথে তাদের কর্মকান্ড চালিয়ে যাবে এই প্রত্যাশা করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবে ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু, মাওলানা মো. মোসলেম উদ্দীন, হাফেজ সালাউদ্দিন মো. বজলুর রহমান প্রমুখ। এসময় সোয়াব’র পক্ষ থেকে ৩০ টি কর্মহীন, দরিদ্র ও পীড়িত পরিবারের মাঝে ২০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, ৪০১টি পরিবারের মাঝে ঈদের উপহার এবং ২টি পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, সোয়াব’র সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন জাহিদ বিন মশিউর।