তালায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে চেক বিতরণ
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সকল চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থেকে চেক প্রদান করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী,খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মো:আলাউদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন,ইতিমধ্যে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৩৪৮ জন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল এবং প্রত্যেক ইউনিয়নে ৫৭ জনের দরিদ্র মায়েদের জন্য মার্চ মাস পর্যন্ত মাতৃকালীন ভাতা পরিশোধ করা হয়। এছাড়া আইজিএ প্রকল্পের আওতায় ১৭তম ব্যাচের বিউটিফিকেশন ট্রেডে ২৫ জন ও ফ্যাশন ডিজাইনে ২৫ জন মিলে মোট ৫০ জনকে ১২ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
Please follow and like us: