সাতক্ষীরার কালিগঞ্জে ঘরভাড়া নিয়ে জমি জবরদখল করার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে ঘরভাড়া নিয়ে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা সড়কের এমএম প্লাজার সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ সমাজসেবক বাজারগ্রাম রহিমপুরের মতিয়ার রহমান। বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সচীব তানভির,হোসেন উজ্জ্বল, সাংগঠণিক সম্পাদক মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাস্বেবক লীগের সদস্য সচিব ফারুক আহম্মেদ, সদস্য আমিনুর ইসলাম ও তমজিদ আহম্মেদ।
বক্তারা বলেন, ২০১৬ সালের নভেম্বর মাসে বাজারগ্রামের আশরাফ হোসেন একই এলাকার তৈৗহিদ আহম্মেদ বুলবুলের স্ত্রী খোদেজার কাছে ২দশমিক ১৩ শতক জমি বিক্রি করেন। ২০১৮ সালের ২০ জানুয়ারি একই দাগের ১৪ দশমিক ৮৮ শতক জমি মতিয়ার রহমানের ছেলে মারুফ রহমান কেনেন আশরাফের চাচাত ভাই ইফতেখারের কাছ থেকে। সম্প্রতি খোদেজা মারুফের অংশে থাকা একটি দোকান ঘর যা তারা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল তা জবরদখল করেছে। এমনকি ওই জবরদখলকৃত জমিতে নতুন করে ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করায় খোদেজা নিজেদের দোষ ঢাকতে একের পর এক মিথ্যাচার করে চলেছেন। মানববন্ধন থেকে খোদেজা ও তার স্বামী তৌহিদ আহম্মেদ বুলবুল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে খোদেজা খাতুন জানান, তিনি আশরাফ হোসেনের মালিকানাধীন দোকানঘরসহ দখলীয় জমি যে নকশা অনুযায়ি কিনেছেন ওই জমি মতিয়ার নিজের দাবি করে তাদেরকে ঘর সংস্কারে বাধা দিচ্ছেন। এমনকি জাকাত দেওয়ার নাম করে অসহায় মানুষদের ডেকে এনে রমজান মাসে মানববন্ধন ও মিছিল করিয়ে করিয়ে প্রতিটি মানুষের হাতে ১০০ করে টাকা ধরিয়ে দিয়েছে। এমনকি দোকানঘর ভাড়া নেওয়ার কথা বলে একটি ভুয়া চুক্তিপত্র দেখানো হচ্ছে যাতে তার স্বামী বুলবুলের সাক্ষর জাল করা হয়েছে।