নেভেনি আগুন, শপিং করতে চলে এসেছে মানুষ
অনলাইন ডেস্ক:
এখনও পুরোপুরি নেভেনি রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন। ৬ ঘণ্টা পরও আগুন জ্বলছে মার্কেটের ভেতরে। তবে এর মধ্যেই একদল মানুষ এসে নিউ মার্কেট এলাকায় শপিং করতে জড়ো হয়েছেন। তাদেরকে সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
শপিং করতে আসাদের একজন আসমা আক্তার। সময় সংবাদের এ প্রতিবেদককে তিনি বলেন, ‘জানতাম না যে আগুন লাগছে। পরে এদিকে আইসা শুনি আগুন লাগছে। যখন এদ্দূর আসলাম তখন পুরাটা দেইখ্যা যাইতে আসলাম।’
বাচ্চা নিয়ে শপিং করতে আসা নিলুফা নামে আরেক নারী বলেন, ‘ঈদেরতো আর বেশি বাকি নাই। তাই আসলাম। কিন্তু আইসা দেখি বড় রকমের আগুনই লাগছে। আমি ভাবছিলাম ছোটখাটো কিছু হইবো।’
এদিকে শপিং করতে আসা মানুষ ও উৎসুক জনতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তারা জানান, কোনোভাবেই মানুষকে সামাল দেয়া যায় না। এখন এমন একটা পরিস্থিতি যে কঠোর হওয়ারও উপায় নেই।
পুলিশের কর্মীরা বলেন, ‘যাদের দোকান আছে তাদের কথা ভিন্ন। কিন্তু যারা আগুন লাগছে জানার পরেও শপিং করতে আসছে তাদেরকে কী বলবো আপনারাই বলেন।’
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র্যাব। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আগুন লাগার পর থেকে রেড ক্রিসেন্টের ৪০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।