আমি আদ্যোপান্ত বাঙালি!
অনলাইন ডেস্ক:
বেশি না…বিনোদন জগতে সুস্মিতা মাত্র দুই বছর আগে পথচলা শুরু করেন । তবে তাতে কি…ইন্ডাস্ট্রিতে তিনি এখন ফাটিয়ে কাজ করছেন। এদিকে প্রেম টেম ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল অভিনেত্রীর। তার মিষ্টি মুখটা দেখে অনেকেই বিশ্বাস করতে পারেন না যে তিনি একজন বাঙালি। যদিও নায়িকার পদবীর দিকে চোখ রাখলে সেই ভুল অনায়াসে ভেঙে যায়। এমন অভিনেত্রীর কাছে পয়লা বৈশাখ বা নববর্ষের অর্থ কী? কীভাবে কাটান তিনি এই বিশেষ দিনটা?
ভারতীয় এক সংবাদ মাধ্যমকে এ বিষয়ে সুস্মিতা জানান তার কাছে বাঙালিয়ানার অর্থ! অভিনেত্রীর কথা অনুযায়ী, ‘আমি আদ্যোপান্ত বাঙালি। ফলে এই বিশেষ দিনে আমি কখনই জিন্স টিশার্ট পরি না। বরং এদিন মায়ের একটি শাড়ি পরি। পহেলা বৈশাখ মানেই শাড়ি। সঙ্গে হালকা এবং মানানসই গয়না এবং একটি ছোট টিপ পরি। এতেই আমার সাজ সম্পূর্ণ হয়। আর খাওয়াদাওয়া ছাড়া তো বাঙালির কোনও অনুষ্ঠান জমে না। কিন্তু যেহেতু এখন ডায়েটে আছি তাই ওটা মিস যায়।’ তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ‘খাওয়া দাওয়া মিস করলেও আমি বাঙালি সাজে সেজেই মন ভরাই।’
এদিকে অভিনেত্রীকে চেঙ্গিজ ছবিতে দেখা যাবে। এতে তিনি জিতের বিপরীতে লিড মহিলা চরিত্রে অভিনয় করবেন। আগামী ২১ তারিখ অর্থাৎ ইদের দিন মুক্তি পাচ্ছে এই ছবি। এটাই প্রথম বাংলা ছবি যা একসঙ্গে হিন্দি এবং বাংলায় মুক্তি পাবে। এখন এই ছবির প্রচার চলছে। ফলে চরম ব্যস্ততায় দিন কাটছে অভিনেত্রীর। ১৪৩০ এর প্রথম দিনেও তাই তিনি কাজে ব্যস্ত।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস