নাশকতার অভিযোগে জামায়ত নেতা মিনিষ্টার হাসান গ্রেপ্তার
Post Views:
৫৫৪
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
নাশকতার অভিযোগে জামায়ত নেতা হাসানুর রহমান ওরফে মিনিষ্টার হাসানকে(৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের মিনিষ্টার শোরুম থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন। হাসানুর রহমান জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের মোসলেম গাজীর ছেলেও তালা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, হাসানুর রহমানের বিরুদ্ধে ৭/৮নাশকতার মামলা চলমান রয়েছে। বর্তমানে সে তার অপকর্ম আড়াল করতে সাংবাদিকের তকমা লাগিয়ে জামাতের অর্থজোগান দিয়ে আসছিল। সম্প্রতি তার অপকর্মের সতত্যা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গ্রেপ্তারকৃত হাসানের বিরুদ্ধে সদর থানার একটি রাষ্ট্রদ্রোহী মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।