দেবহাটায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীতে বর্ষবরণ
Post Views:
৪০০
স্টাফ রিপোর্টার:
মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বেরিয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বনবিবি’র বটতলায় বর্ষবরণ উৎসবে মিলিত হয়। বর্ষবরণ উৎসবে লোকসঙ্গীত, রবীন্দ্র সংগীত, বাউল গান, নাচ ও আবৃত্তি করেন স্থানীয় শিল্পীরা। এরআগে বাংলা নববর্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষবরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।