গরমে হাঁসফাঁস, বৃষ্টির আভাস ঈদের দিন
নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলমান এ তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ, হাঁসফাঁস করছে মানুষ।
এদিকে আগামী এক সপ্তাহে তাপমাত্রা কমার কোনো আভাস নেই, সম্ভাবনা নেই বৃষ্টিরও। ফলে সহসাই তীব্র এই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো সুবাতাস দিতে পারছে না আবহাওয়া অফিস।
শুক্রবার সকাল ১০টার দিকে দেয়া সবশেষ তথ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখের প্রথম সপ্তাহজুড়ে এই গরমের দাপট থাকবে। আজ শুক্রবার গতকালের চেয়ে বেশি গরম অনুভূত হবে। এরপর মেঘের দেখা মিলতে পারে। ধারণা করা হচ্ছে, ঈদের দিন বা ঈদের পর বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আর সব রেকর্ড ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। এছাড়া গতকাল রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, মানিকগঞ্জ, ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।