বুধহাটায় ডিসিআর পাওয়া ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদে ষড়যন্ত্র
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার বুধহাটার লাগোয়া গুনাকরকাটি মৌজায় ডিসিআর পাওয়া ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদে নানা ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। ষড়যন্ত্রকারীরা দখলীদারদেরকে নানা ভাবে হুমকী ও শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টিতে অপতৎপরতা চালানোয় ডিসিআর হোল্ডাররা রীতিমত ভয়ভীতির মধ্যে রয়েছে।
বুধহাটা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মুজিবর রহমান ২০১৪ সাল থেকে গুনাকরকাটি মৌজায় ১নং খাস খতিয়ানে সাবেক ১১৬৪ দাগে বর্তমান ১৮৯৩, ১৮৯৭ ও ১৮৯৯ (আরএস) দাগে ১.০০ একর জমি ডিসিআর নিয়ে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে ভোগদখলে আছেন। একই গ্রামের গয়জদ্দীন সরদার ও তমেজদ্দিন গাজী বুধহাটা ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তাকে ম্যানেজ করে তাদের দখলীয় ও ডিসিআরপ্রাপ্ত ১৮৯৭ দাগের ৫০ শতক জমি তাদের নামে ডিসিআর পেতে ষড়যন্ত্র করে আসছেন।
এরই অংশ হিসেবে তমেজদ্দীন বাদী হয়ে ডিসিআর গ্রহিতা মুজিবরের নামে ৫টি ডিসিআর আছে এমন মিথ্যা অভিযোগ এনে আবেদন করেন। সহকারী কমিশনার (ভূমি) তাকে ডেকে জিজ্ঞাসা করলে ৫টি নয় একটি মাত্র ডিসিআর আছে তার প্রমাণিত হয় দাবী করে মুজিবর রহমান দিং বলেন, এসি ল্যান্ড স্যার আমাদেরকে ১.০০ জমিতে নিশ্চিন্তে ভোগজাত করতে আদেশ করেছেন। এছাড়া সরকারি সার্ভেয়ার সাহেবও সরেজমিন মাপ জরিপ করে তাদের দখল সঠিক আছে বলে জানিয়েছেন। এতকিছুর পরও তারা নায়েবের সাথে যোগসাজস করে আমাদের ডিসিআরকৃত জমি গোপনে তাদের নামে ডিসিআর নেবে আস্ফালন করে হুমকী ধামকী দিয়ে চলেছেন বলে উল্লেখ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।