আবারও মন্ত্রণালয়ের দ্বারস্থ ফুটবল ফেডারেশন
অনলাইন ডেস্ক:
আবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হচ্ছে ফুটবল ফেডারেশন। চলতি বছর নারী ফুটবলারদের পাঁচটি ইভেন্ট আয়োজনে ঘাটতি আড়াই কোটি টাকার সংস্থান সেখান থেকেই করতে চায় বাফুফে। নির্বাহী কমিটির বৈঠকে বুধবার (১২ এপ্রিল) এই সিদ্ধান্ত হয়। বাফুফে এবং মন্ত্রণালয়ের মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও কোনো দূরত্ব নেই বলে মন্তব্য করেন সহ-সভাপতি আতাউর রহমান মানিক।
দেশের ফুটবল মেরুদণ্ড শক্ত করে রেখেছে নারী ফুটবলাররা। তাদের জন্যই জরুরি বৈঠকে বাফুফে নির্বাহী কমিটি। তিনটি ফিফা উইন্ডো এবং দুটি এএফসি বাছাই আছে বছরের বাকি সময়ে। কোনো প্রতিবন্ধকতা ছাড়া যার সব ক’টিতেই অংশ নেয়ার লক্ষ্য ফেডারেশনের।
তবে বিপত্তি আছে বাজেট নিয়ে। স্পন্সর, ফিফা এবং এএফসি বরাদ্দ মিলিয়ে চলতি বছর প্রায় সাড়ে ৫ কোটি টাকার মতো সংকুলান করতে পারবে বাফুফে। ঘাটতি থেকে যাবে আড়াই থেকে তিন কোটি টাকা। যার সংস্থানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে চায় ফুটবল ফেডারেশন।
বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিক বলেন, ‘এখন পর্যন্ত অর্থের সংস্থান আছে আনুমানিক ৫ কোটি ৪৫ লাখ টাকা। এখানে দুই থেকে আড়াই কোটি টাকা আমাদের এখনও ঘাটতি রয়েছে। তবে আমরা ফাইনাল বাজেট না করে সঠিকভাবে কিছু বলতে পারছি না। প্রয়োজন পড়লে আমরা এই অর্থটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চাবো।’
বাজেট ইস্যুতে সম্প্রতি জাতীয় নারী দলের মিয়ানমার যাত্রা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝে। এই ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে আবারো পুরোনো পথেই যেতে চায় ফেডারেশন।
আতাউর রহমান মানিক বলেন, ‘আমাদের এই টাকা রয়েছে। এখন আমাদের আরও আড়াই কোটি টাকা লাগবে কেন তা আমাদের সঙ্গে বসলেই বুঝতে পারবেন। আর যএটা নিয়েই ভুল বুঝাবুঝি হচ্ছে। আর এটা নিয়ে দূরত্বের কিছু নেই।’
তবে শুধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে না তাকিয়ে, স্পন্সরসহ বাফুফের যে আরো উৎস রয়েছে সেখানেও চেষ্টা থাকবে বলে সিদ্ধান্ত হয় নির্বাহী কমিটির বৈঠকে।