রোনালদোর ওপরে চটেছেন আল-নাসর কোচ
অনলাইন ডেস্ক:
কাতার বিশ্বকাপের পরে সবচেয়ে বড় চমক দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইউরোপের ক্লাবগুলোকে বিদায় বলে সৌদি আরবের ক্লাব আল-নাসরে পাড়ি জমান। তবে মাঝেমধ্যে কিছু সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে।
গত ৯ এপ্রিল সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফায়হার বিপক্ষে গোলশূন্য ড্র করে আল-নাসর। ম্যাচটিতে সহজ সুযোগ মিস করায় বেশি সমালোচিত হচ্ছেন রোনালদোরা। এবার দলের কোচ রুডি গার্সিয়াও ক্ষোভ প্রকাশ করেছেন।
আল-নাসর কোচ গার্সিয়া বলেন, ‘আমরা ম্যাচটিতে ড্র করেছি। এমনটি আমি আশা করিনি। আল-আদালাহর বিপক্ষে যেমন খেলা দেখেছি, তেমনটি দেখিনি আল-ফায়হার ম্যাচে। এই ফলে আমি খুবই অসন্তুষ্ট।’
গার্সিয়া আরও বলেন, ‘যদিও আরও ৭টি ম্যাচ বাকি রয়েছে। সেগুলোতে আমরা ভালো করতে চাই। কাজটা কঠিন নয়, ফুটবলে সবকিছুই সম্ভব।’
এ মুহূর্তে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল-ইতিহাদ। আল-নাসর ইতিহাদের থেকে ৩ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ দিকে আল-নাসরে গত জানুয়ারিতে যোগ দেয়ার পরে এখন পর্যন্ত ১১ গোল করেছেন রোনালদো।