তালায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর বাঁচার আকুতি
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু সিয়াম গাজী (৯) বাঁচার আকুতি জানিয়েছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে সিরাজুল গাজী ও হাফিজা বেগমের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান উম্মে হাবিবা সুইটি (১৮) একই রোগে আক্রান্ত ছিল। এই রোগে আক্রান্ত ব্যক্তির প্লীহা দিন দিন বড় হয়। এক সময় প্লীহা ফেটে রোগীর মৃত্যু হয়। দিনমজুর বাবা এবং গৃহিণী মা দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে।
ভুক্তভোগীর মা হাফিজা বেগম বলেন,অতি দ্ররিধতার মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। প্রথম সন্তান উম্মে হাবিবা সুইটি ২০১১ সালে অপারেশন করা হয়। বর্তমানে এখন সে ভালো আছে। অপারেশনের আগে প্রতি মাসে তাকে এক ব্যাগ করে রক্ত দিতে হত। সেই সাথে প্লীহা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকত। এক ব্যাগ রক্ত দিতে খরচ হত প্রায় ১০০০ থেকে ১১০০ টাকা মত। অপারেশনের পর এখন তিন থেকে চার মাস অন্তর রক্ত দিতে হয়। প্রথম সন্তানকে অনেক কষ্টে অপারেশন করিয়েছি। কিন্তু দ্বিতীয় সন্তানকে অপারেশন করাতে পারছি না। একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে জীবন যাপন যেমন ব্যয়বহুল হয়ে পড়েছে অন্যদিকে সন্তানের চিকিংসা ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। ছেলেকে এখনই অপারেশন না করানো হলে তার অবস্থার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাফিজা বেগম। সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাহায্যের জন্য বিকাশ নাম্বার-০১৭৬৪ ১৬৮৩১৯। অপারেশন জন্য প্রায় এক থেকে দের লক্ষ টাকার প্রয়োজন। উভয়ের রক্তের গ্রুপ বি পজিটিভ।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার কাছে লিখিতভাবে সাহায্যের আবেদন করলে তিনি বলেন,সরকারি একটি তহবিল থেকে অনুদান দেওয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে লিখত আনতে হবে। তিনি আরও বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমি দ্রুত অনুদানের জন্য সুপারিশ করব।