“রেডিও নলতায় শিশু সুরক্ষা বিষয়ক টকশো অনুষ্ঠিত”
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন রেডিও নলতা ৯৯.২ এম এর স্টুডিওতে ১১ এপ্রিল’২৩ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় পানিতে ডুবে অকাল শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতন সৃষ্টি এবং করণীয় বিষয়ক বিশেষ রেডিও টকশো “শিশু সুরক্ষা” এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল হেল্থ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায়,পানিতে ডুবে শিশু মৃত্যু গণমাধ্যম প্রতিরোধ কার্যক্রম এর সার্বিক সহযোগিতায় এবং সমষ্ঠি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত টকশো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান (মহসিন) এবং নলতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রেডিও নলতার প্রতিমা রানী। নির্দেশনায় মামুন হোসেন। কারিগরি সহযোগিতায় সাব্বির হোসাইন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন।