সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে র্যাব এর ওপর হামলা
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলায় র্যাব কমর্কতাদের আটক করে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৮ এপ্রিল) র্যাব কমর্কতারা আসামী ধরতে ধানধিয়ার গেলে ভুয়া র্যাব মনে করে ধানধিয়া ইউনিয়নের চেয়ারম্যানের পরিবারের লোকজন তাদের আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুরে র্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে চেয়ারম্যান বাড়ির লোকজন ভুয়া র্যাব ভেবে মারধর করে তাদের আটক করে রাখে। ওই সময় তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদারের হাতকড়া পড়ানো অবস্তায় ছিনিয়ে নেয়।
তাৎক্ষনিকভাবে আহত ও গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। যদিও এবিষয়ে মুখ খোলেনি র্যাব কর্মকর্তারা।
পরবর্তীতে র্যাব এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানায়,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ছত্রছায়ায় তার ছোট ভাই সুমন সরদার, ভাইপো জিফান সরদার ও চাচা আলম সরদার এলাকায় সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ডের কারনে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসকল ঘটনার সত্যতা পেয়ে র্যাব অভিযান চালাতে গেলে হামলার ঘটনাটি ঘটে।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা র্যাব-৬ এর মেজর গালিব হাসানের সাথে কথা বললে তিনি জানান,বিস্তারিত পরে জানানো হবে।