কলারোয়ায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন
কামরুল হাসান:
কলারোয়ায় নানা আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস-২৩’ উৎযাপন করা হয়েছে। উপজেলা স্কাউটস এর আয়োজনে শনিবার সকাল ১০টায় দিবসটি উৎযাপনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি রুলী বিশ্বাস উপস্থিত থেকে পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করেন। পরে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। “স্কাউটিং করবো-স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র কমিশনার প্রধান শিক্ষক ইউনুছ আলী। উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের স্বাগত বক্তব্য শেষে তাঁর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সহকারী থানা (প্রাথমিক) শিক্ষা অফিসার ( এটিইও) হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন, শিক্ষক তাজউদ্দীন আহমেদ, স্কাউটস লিডার শিক্ষক শফিকুল ইসলাম, স্কাউট লিডার শিক্ষক স্বপন চৌধুরী, আবুবকর ছিদ্দীক, কাব স্কাউটের লিডার শিক্ষক অনুপ কুমার ঘোষ, কাব স্কাউটস লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, বেঙ্গল টাইগার স্কাউটস গ্রুপ দলের লিডার মাস্টার মিজানুর রহমান, স্কাউটস লিডার মাস্টার লিটন হোসেন সহ শিক্ষক, সুধি, বয় স্কাউট, গার্লস স্কাউট ও কাব স্কাউটস সদস্যবৃন্দ। প্রধান অতিথি ইউএনও রুলী বিশ্বাস সহ বক্তারা, শিশু, কিশোর – কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের স্কাউটিং এর উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ১৯৭২ সনের ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটিংয়ের সূচনা দিবস হিসাবে ২০২২ সাল থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উৎযাপন করা হচ্ছে বলে জানা যায়।
Please follow and like us: