যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে আবারও টর্নেডোর আঘাত
অনলাইন ডেস্ক:
আবারও ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ও আইওয়া অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো বাসিন্দা। এর মধ্যেই আরও কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতকর্তা জারি করা হয়েছে।
মাত্র কয়েকদিন আগে আঘাত হানা টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) আবারও টর্নেডোর কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অঙ্গরাজ্যটির কলোনি শহর অতিক্রম করছে টর্নেডো। ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় বহু ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় ইলিনয়ের পাশাপাশি আইওয়া অঙ্গরাজ্যেও আঘাত হেনেছে টর্নেডো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সাড়ে ৯ কোটি মানুষ টনের্ডোর ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিসৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
গত সপ্তাহেই একদিনে ৫০টির বেশি টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন শতাধিক। বিধ্বস্ত হয় সাড়ে চার লাখ ঘরবাড়ি।