বিশ্বকাপ বাছাইপর্বে থাকছে না ডিআরএস
অনলাইন ডেস্ক:
আর কিছুদিন পরই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে শেষ দুই স্পটের জন্য ১০ দল খেলবে বাছাইপর্ব। তবে দুঃসংবাদ হচ্ছে, গতবারের মতো এবারের বাছাইপর্বেই থাকছে না ডিআরএস।
ভারত বিশ্বকাপের জন্য এরই মধ্যে ৭টি দল তাদের স্পট পাকা করে ফেলেছে। এই সাত দলের মধ্যে রয়েছে – অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য এখনও বাকি একটি স্পট। সেই স্পটের জন্য লড়ছে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড।
তবে তার আগে বাছাইপর্ব খেলবে ১০ দল। তাদের মধ্যে রয়েছে আইসিসির ওয়ানডে সুপার লিগের সবচেয়ে নিচে থাকা পাঁচ দল (নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা/আয়ারল্যান্ড)। বাছাইপর্বের প্লে-অফ থেকে কোয়ালিফাই করা দুই দল (আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র) এবং আইসিসির বিশ্বকাপ ক্রিকেট লিগ ২ এর শীর্ষ তিন দল (নেপাল, ওমান এবং স্কটল্যান্ড)।
এই ১০ দলের লড়াইয়ের আগে দুঃসংবাদ দিল আইসিসি। গতবারের মতো এবারের বাছাইপর্ব ম্যাচেও থাকছেনা ডিআরএস। এর আগে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বে তো টিভি আম্পায়ারিংয়েরও সুবিধা ছিল না। তবে এবার সকল ম্যাচে থাকবেন টিভি আম্পায়াররা।
এদিকে এবারের বিশ্বকাপেই শেষ বারের মতো ১০ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী দুইটি ওয়ানডে বিশ্বকাপে ১৪টি করে দল বিশ্বকাপ খেলবে।