নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, সরকারের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নড়াইলের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা চাই। সাংবাদিকরা সমাজের আয়না। এখানকার সাংবাদিকরা জেলার বিভিন্ন সেক্টরের প্রকৃত সমস্যা তুলে ধরলে সরকারের প্রতিনিধি হিসেবে আমি সেগুলো সমধানের চেষ্টা করবো। তিনি দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের প্রত্যেকের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান শামিুল ইসলাম (টুলু), এটিএন বাংলার স্টাফ রিপোর্টার জহির ঠাকুর, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকি, নড়াইল কন্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাথী তালুকদার, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জামী প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।