ট্রেনের অগ্রিম টিকিট মিলবে শুক্রবার
অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। তবে এবার কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি সেই সময় জানিয়েছিলেন, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রা ও ফিরতি সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
নূরুল ইসলাম সুজন আরও জানান, ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে চাপ কমাতে এবার ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে।
Please follow and like us: