এবার কর্মী ছাঁটাই করবে অ্যাপল
অনলাইন ডেস্ক:
বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের তালিকায় এবার নাম লেখাল অ্যাপল। অর্থনৈতিক মন্দা ও ব্যয় বৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি অ্যাপেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট।
গণমাধ্যমগুলো জানায়, বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতা। একের পর এক কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানগুলো। এবার অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রাথমিকভাবে বিক্রয় বিভাগ থেকে কর্মীদের চাকরিচ্যুত করা হবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কর্মী ছাঁটাই নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি অ্যাপল। কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অন্যান্য প্রযুক্তি কোম্পানির তুলনায় অ্যাপল বেশ কম সংখ্যক কর্মী ছাঁটাই করবে বলে ধারণা করা হচ্ছে।
আর ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মন্থর অর্থনীতি ও ব্যয় বৃদ্ধির কারণে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
এদিকে সপ্তাহে অন্তত তিন দিন অফিসে না এলে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপল বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হিসাব রাখছে। যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আর বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অ্যাপল কর্মীরা যদি সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে না আসেন, তবে তাদের চাকরিচ্যুত হওয়ারও আশঙ্কা রয়েছে।
এর আগে গত বছরের মার্চে কর্মীদের অফিসে ফিরতে বলে অ্যাপল। তখন সপ্তাহে এক দিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। এর আগে করোনা মহামারির কারণে কর্মীদের বাসায় থেকে কাজের অনুমতি দেয় অ্যাপল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে থেকে কাজ করতে বলা হয়।