বঙ্গবাজার তো নয়ই, পাশের কোনো ভবনেও ছিল না অগ্নিনির্বাপণ
অনলাইন ডেস্ক:
বঙ্গবাজার তো নয়ই, পাশের কোনো ভবনেও ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যা অকপটে স্বীকার করেছেন মালিকপক্ষও। ঢাকা সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস মঙ্গলবার রাতে জানিয়েছেন, নির্দেশনা দিলেও তা মানছেন না বেশির ভাগ মানুষ।
গতকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোরে গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারে, বারবার আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পার্শ্ববর্তী বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে বারবার ফুঁসে উঠতে থাকে বহুতল এ ভবনটির আগুনের শিখা। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় তাদের।
এনেক্সকো টাওয়ার, বঙ্গবাজারসহ আশপাশের মার্কেটগুলোর আগুন নেভাতে সাহায্য নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুরের ওপর। বহুতল ভবন হওয়া সত্ত্বেও এনেক্সকো টাওয়ারে পাওয়া যায়নি পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম। বারবার লুকোচুরি করলেও নিরাপত্তাকর্মীরা স্বীকার করেন অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতার কথা।
এরপর পার্শ্ববর্তী কয়েকটি বহুতল ভবনে যায় সময় সংবাদ। মালিকপক্ষ অকপটেই জানান, নামেমাত্র কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার থাকলেও নেই অন্য কোনও ব্যবস্থা।
ভয় নয়, নগরজীবন হোক শঙ্কামুক্ত। নগরবাসীর জানমাল নিরাপত্তায় প্রতিটি ভবনে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে বলে মনে করছেন সাধারণ জনগণ।
নগরপিতাও কথা বললেন একই সুরে। তিনি জানান, নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।
একটি অগ্নিকাণ্ড কেড়ে নেয় অনেক মাথা গোঁজার ঠাই, করে দেয় নিঃস্ব। এ ধরনের অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানান নগরবাসীর।