তাইজুলের পরে সাকিবের বিষয়ে হেরাথের ব্যাখ্যা
অনলাইন ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথম দিনে সাকিব আল হাসানের দেরিতে বল করার ইস্যু ঘুরেফিরে আবারও সামনে এসেছে। কেন দেরিতে বল করলেন সাকিব? এমন প্রশ্নে তাইজুল ইসলামের পরে এবার ব্যাখ্যা দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে গণমাধ্যমে কথা বলেন হেরাথ।
বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘প্রথম দিনে তাইজুল আর মিরাজ ভালো বোলিং করছিল। সাকিব চায়নি ওদের ছন্দে ব্যাঘাত ঘটাতে। সে কারণে সাকিব দেরিতে বোলিংয়ে এসেছে। ওই সময়টাতে ওদের দিয়ে বল করিয়েছে।’
এ বিষয়ে আগের দিন তাইজুল বলেছিলেন, ‘অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবেন। ভুল কিছু হলে পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি উনি অনেক ভালো জানেন। যখন যেটা শেয়ার করা দরকার, সেটি করছিলেন। উনি আমাদের ওপর আত্মবিশ্বাসী ছিলেন দেখে আমাদের দিয়ে করিয়েছেন।’
মঙ্গলবার (৪ মার্চ) প্রথম ইনিংসে আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। সফরকারীদের দ্রুত গুটিয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি একাই তুলে নেন ৫ উইকেট।
আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ তুলে নেন ২ উইকেট। যে পরিসংখ্যান বলে দেয় এদিন স্পিনাররা উইকেটে বেশ সহায়তা পেয়েছেন। এরপরও প্রথম দুই সেশনে বলই হাতে নেননি অধিনায়ক সাকিব। তিনি প্রথম বল করতে আসেন ৬৬তম ওভারে। শেষ পর্যন্ত করেন মাত্র ৩ ওভার।