দেবহাটায় গণহত্যা দিবসে আলোচনা সভা
মোমিনুর রহমান :
দেবহাটায় ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি় হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোত্তোজা মোঃ আনোয়ারুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্পী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়া রানী রায়, উপজেলা তথ্য কর্মকর্তা মৌসুমী পারভীন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে গণহত্যার সকল শহিদ সদস্যের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যাণ, শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন করে প্রশাসন। এছাড়া শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করা হয়।