কেশবপুরে ঈদুল ফিতর উপলক্ষে কওমী উলামা পরিষদ কর্তৃক ফিতরা ও যাকাত নির্ধারণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলা কওমী উলামা পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ফিতরা ও যাকাত নির্ধারণ করেছে।
উপজেলা কওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মুহাঃ হাবীবুল্লাহ জানান, ফিতরার ক্ষেত্রে খেজুর, কিসমিস, ভুট্টা, পনির এবং জবের ক্ষেত্রে ৩ কেজি ২৭০ গ্রাম বা তার সমপরিমাণ টাকা এবং গম বা আটার ক্ষেত্রে ১ কেজি ৬৩৫ গ্রাম বা তার সমপরিমাণ টাকা। আটা হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১০০/= (এক শত) টাকা, খেজুর হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১০০০/= (এক হাজার) টাকা এবং কিসমিস হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১৬৫০/= (এক হাজার ছয় শত পঞ্চাশ) টাকা।
অপরদিকে যাকাতের ক্ষেত্রে রূপা ২১ ক্যারেট ভরি মূল্য ১৫০০/= টাকা হিসাবে ৫২.৫০ ভরি রূপার মূল্য ৭৮,৭৫০/= (আটাত্তর হাজার সাত শত পঞ্চাশ) টাকা। অতএব ৭৮,৭৫০/= (আটাত্তর হাজার সাত শত পঞ্চাশ) টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এই সম্পদ এক বছরকাল স্থায়ী থকলে তার উপর যাকাত আদায় ফরজ করা হয়েছে।