জনসমাগমস্থলে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক:
কর্মস্থল, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
সাড়ে তিন বছরের লড়াইয়ের পর রিটটির রায় ঘোষণা হলো। সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠান ছাড়াও পোশাক কারখানাতেও মাতৃদুগ্ধ স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সে স্থানে যেন নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সেই বিষয়ে গুরুত্ব দিতেও বলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, শিশু উমাইর তার মা-বাবার সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে ঢাকায় ফেরার পথে কক্সবাজার বিমানবন্দরে অনিবার্য কারণে ফ্লাইটে কয়েক ঘণ্টার বিলম্ব হয়। প্রচুর ক্ষুধায় কান্নাজুড়ে দেয় শিশুটি। তার কান্না থামাতে মা বুকের দুধ খাওয়ানোর উদ্যোগ নেন। কিন্তু তার মা শিশুটিকে দুধ খাওয়ানোর কোনো পরিবেশই পাচ্ছিলেন না। পরে ঢাকায় এসে শিশু উমাইরকে নিয়ে তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে ২০১৯ সালের ২৪ অক্টোবর এ রিট দায়ের করা হয়।
এতে মন্ত্রী পরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।