শামির অন্য রকম সেঞ্চুরি
অনলাইন ডেস্ক:
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ৫ উইকেটে জয়ের ম্যাচে গুজরাট পেসার মোহাম্মদ শামি ছুঁয়েছেন শত উইকেটের মাইলফলক।
চেন্নাইয়ের ইনিংসের শুরুর দিকে ওপেনার ডেভন কনওয়ের উইকেট নেন শামি। এতেই আইপিএল ক্যারিয়ারে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ভারত পেসার। পরে আরও একটি উইকেট শিকার করেন এ তারকা। ৯৪ ম্যাচে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে ১০১ উইকেট হলো তার। আইপিএলে শামির চেয়ে বেশি উইকেট আছে আর ১৭ জনের। এ তালিকায় ১৮৩ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে ১৮২ রান তোলে গুজরাট। ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন গুজরাট ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩.৫ ওভারে ভাঙে সেই জুটি। তবে দলের পক্ষে দারুণ লড়াই করেন গিল। তিনি আউট হওয়ার আগে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৩ রান করেন।
এদিন হার্দিক পান্ডিয়া দলের জন্য ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। ১১ বলে মাত্র ৮ রান করে জাদেজার বলে বোল্ড হন। তবে শেষদিকে রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান মিলে দলের জয় নিশ্চিত করেন। দুজনেই ছিলেন অপরাজিত। রাহুল করেন ১৪ বলে ১৫ রান ও রশিদ নেন ৩ বলে ১০ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর।
চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৯২ রানে করেন রুতুরাজ গায়কওয়াড়। তিনি ৫০ বল থেকে ৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে এই রান করেন। মূলত তার রানেই ভর করে চেন্নাই ১৭৮ সংগ্রহ গড়ে। দলের অধিনায়ক ধোনি শেষদিকে ব্যাটিংয়ে এসে ৭ বলে করেন অপরাজিত ১৪ রান। এছাড়া মঈন আলী ২৩ ও শিবম দুবে করেন ১৯ রান। গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ।