বেলারুশের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল রাশিয়া
অনলাইন ডেস্ক:
বেলারুশের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়ে মস্কো বলেছে, ইউক্রেনে যুদ্ধবিরতি হলে তাদের যে ‘বিশেষ সামরিক অভিযান’ সেখানে চলছে, তার লক্ষ্য অর্জিত হবে না। খবর রয়টার্সের।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে গত বছরের ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার পাশে রয়েছে বেলারুশ। তবে শুক্রবার (৩১ মার্চ) এক বক্তব্যে মস্কো ও কিয়েভের মধ্যে কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব দেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
তিনি বলেন, সংঘাত আরও বৃদ্ধির আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি। লুকাশেঙ্কো আরও বলেন, সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনো পূর্ব শর্ত ছাড়াই।
তবে বেলারুশের প্রেসিডেন্টের এই প্রস্তাবের ২৪ ঘণ্টা না পেরোতেই তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি
পেসকভ বলেন, আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বৈঠক করবেন।
তিনি বলেন, তবে এ মুহূর্তে যদি যুদ্ধবিরতি হয়, রাশিয়ার লক্ষ্য সে ক্ষেত্রে অধরা রয়ে যাবে। তিনি শুধু এই প্রস্তাব খারিজের কথা বলেছেন, এমনটা নয়। চীনের দেয়া প্রস্তাব বাস্তবায়িত না হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তার মতে, ইউক্রেনের ব্যর্থতায় চীনের শান্তি প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র নিজ ভূখণ্ডে রাখার প্রস্তাবে রাজি হয়েছে বেলারুশ। লুকাশেঙ্কো জানিয়েছেন, তিনি নিজ দেশে রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক’ পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চান রাশিয়াকে।