আ.লীগ রাজপথে যা করেছে বিএনপিও তাই করবে: সালাম
অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ এক সময় রাজপথে যা যা করেছিল বিএনপি এবারের আন্দোলনে তাই করবে।
শনিবার (০১ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে আব্দুস সালাম আরও বলেন, শেখ হাসিনার সময় কম। প্রতিটা দিন যেভাবে ক্যালেন্ডারে যাচ্ছে তেমনি শেখ হাসিনার সময়ও শেষ হয়ে আসছে।
লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখনও সভা সমাবেশ করছি, মিছিল করছি কিন্তু অনতিবিলম্বে এ সরকার যদি পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দেয়; তবে হরতাল-অবরোধ সব হবে।
বাস মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বাস পোড়ায় না, গাড়ি পোড়ায় না। আগুন ধরানোর দল হলো আওয়ামী লীগ। আপনারা সাবধানে থাকবেন, আমরা যখন কর্মসূচি দেব; তখন কিন্তু আওয়ামী লীগই ধ্বংসাত্মক কার্যক্রম করে তার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করবে। আওয়ামী লীগ বলে তারা কিছু করে না, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে এ আওয়ামী লীগ সচিবালয়ের কর্মকর্তাদের হেনস্ত করেছিল, হোটেল শেরাটনের সামনে গান পাওডার দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল।
পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আইইবি’র সামনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে দলটি।