বাংলাদেশে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, যা বলছে বিসিবি
স্পোর্টস ডেস্ক:
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার খবর নতুন নয়। শুধু রাজনৈতিক মতবিরোধই নয় এর রেশ গিয়ে পড়েছে ক্রিকেটের মাঠেও। আর এ নিয়ে বিকল্প সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ শুরু হওয়ার কথা। তবে দেশটিতে গিয়ে ক্রিকেট খেলতে নারাজ ভারত। এবার তাদের দেখানো পথেই হেটেছে পাকিস্তান।
২০২৩ সালের বিশ্বকাপ আয়োজক ভারত। এ আসরে আবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় পাকিস্তান। আর এতেই বেধেছে বিপত্তি।
বুধবার ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের সেই ম্যাচগুলো অন্য কোনো দেশে খেলতে চায় তারা। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে পারে পাকিস্তান।
সেই প্রতিবেদনে আরো বলা হয়, ভারত-পাকিস্তান সমস্যার সমাধান হিসেবে ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে ভাবছে আইসিসি। তবে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান, সেই ব্যাপারে এখনো কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এ বিষয়টি আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’