সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে কাঁকড়াসহ ব্যবসায়ীকে আটক করে বনবিভাগের অর্থ আদায়ের অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়াসহ ব্যবসায়ীকে আটক করে বনবিভাগের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ৷ ফারুক হোসেন নামের এক বনকর্মী ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশনের সামনের সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিকার দাবি করে ভুক্তভোগী কাঁকড়া ব্যবসায়ী শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের মাহাবুব হোসেন মঙ্গলবার রেঞ্জ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
দাতিনাখালী গ্রামের মোসলেম সানার ছেলে মাহাবুব জানান, কয়রার জোড়শিং এলাকা থেকে দু’টি বস্তায় ১২৫ কেজি কাঁকড়া নিয়ে তিনি বুড়িগোয়ালীনি ফিরছিলেন। কোবাতক স্টেশনের সামনে পৌঁছালে সেখানকার ইনচার্জ ফারুক হোসেনের সিগনাল পেয়ে তিনি কাঁকড়া বহনকারী মোটর সাইকেল থামান। এসময় কাঁকড়া ক্রয়ের কোন কাগজ না থাকার অভিযোগে মোটর সাইকেল ও কাঁকড়াসহ তাকে আটক করে চালান দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।
মাহাবুব আরও জানান, পাশ নিয়ে সুন্দরবনে যাওয়া বনজীবীদের থেকে তিনি জোড়শিং এলাকায় বসে ঐ কাঁকড়া ক্রয় করেন। এ ঘটনার প্রতিকারসহ ভয় দেখিয়ে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারে তিনি রেঞ্জ কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
এ বিষয়ে কোবাতক স্টেশন ইনচার্জ ফারুক হোসেন জানান, আমাকেও রেঞ্জ অফিসে যেতে বলা হয়েছে। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোজা সংযমের সময়ে এমন মিথ্যার বিচার আল্লাহ করবেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাটি জানতে পেরে অভিযোগকারী মাহাবুব হোসেনকে মঙ্গলবার বিকালে রেঞ্জ কার্যালয়ে আসতে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সামনে তাকে জিজ্ঞাসাবাদে সত্যতা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: