চিরকুটে যে ‘কথাটি’ লিখে ইফতারের আগেই ফাঁস নিলেন শাহীন
নিউজ ডেস্ক:
সিলেট শহরের ভাতালিয়া থেকে শাহীন আহম্মদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার জামার পকেটে একটি চিরকুট পেয়েছে পুলিশ। এতে লেখা ছিল- কোনো কিছু তদন্ত করা লাগবে না। যদি পারা যায় পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া আমাকে আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় যেন।’
সোমবার সন্ধ্যায় ভাতালিয়ার ৫০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে লামাবাজার ফাঁড়ির পুলিশ। নিহত শাহীন আহম্মদ ওই বাসার মৃত হিরণ মিয়ার ছেলে। শাহীন আহমদ রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন। তিন ভাই, তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। দুই বোনের সঙ্গে ভাতালিয়া এলাকার ওই বাসায় থাকতেন।
সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ইফতারের কিছুক্ষণ আগে পরিবারের লোকজন শাহিনের নিথর দেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও চিরকুটটি নিহত শাহীনের লেখা কিনা খতিয়ে দেখা হচ্ছে।