সৌদি আরবে ১০ বিচারপতির মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক:
দশজন বিচারপতিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। মানবাধিকার ও নারী অধিকার কর্মীদের প্রতি ‘নরম মনোভাব দেখানোর অপরাধে’ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ খবর প্রকাশ করেছে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডএডব্লিউন)।
১০ জনের মধ্যে ছয় জন রিয়াদের স্পেশালাইজড ক্রিমিনাল কোর্টের বিচারপতি। বাকি চারজন হাইকোর্টের সাবেক বিচারপতি। ২০২২ সালের ১১ এপ্রিল তাদের গ্রেফতার করে সৌদি স্টেট সিকিউরিটি এজেন্সি। তারপর থেকে জেলেই বন্দি আছেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কোনো রকম আইনি সহায়তাও দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। এমনকি পরিবার এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হচ্ছে না।
Please follow and like us: