দেবহাটায় সাবেক ইউপি সদস্য আরমান সহ গ্রেপ্তার-৩
স্টাফ রিপোর্টার:
পৃথক অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলাসহ নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার ভোররাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত ২৪ ঘন্টার পৃথক অভিযানে এসআই শেখ গোলাম আজম ও এসআই হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৩মার্চ পেনাল কোডের ৩৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার (নং-০১) আসামী বসন্তপুর গ্রামের ওয়াজেদ আলী গাজীর ছেলে সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আরমান হোসেন (৪২), ২৩ জানুয়ারী দায়েরকৃত ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলি আইনের ৩, ৪ ও ৬ নং মামলাসহ ১৯ ফেব্রুয়ারি দায়েরকৃত পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার মামলার (নং-০৭) দুই আসামী বালিয়াডাঙ্গার আজিজুল জোয়ার্দ্দার মিস্ত্রির ছেলে মিজানুর রহমান (২৫) এবং গরানবাড়িয়ার রবিউল ইসলামের ছেলে আব্দুর রব (২৩)।
গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।