তালায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালীতে আ”লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ মার্চ) খলিষখালী ইউনিয়ন আ”লীগের আয়োজনে শৈব বালিকা বিদ্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সমীর দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ”লীগের সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার ও জেলা আ”লীগের সাংগনিক সম্পাদক আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা আ”লীগের সহ সভাপতি জুনায়েদ আকবর, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, সাংগনিক সম্পাদক মোজাফ্ফর রহমান,ইকবাল হোসেন,শাহ আলম টিটো,উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, আ”লীগ নেতা মীর মোহাসিন আলী প্রমূথ।
এসময় প্রধান অতিথি শেখ নুরুল ইসলাম বলেন, জোটগত কারণে জননেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুই বার মুস্তফা লুৎফুল্লার হাতে নৌকার মনোনায়ন তুলে দিয়ে ছিলেন। আর তিনি ক্ষমতায় আসার পর তালার আ”লীগকে ভেঙে খান খান করে দিয়েছেন। এই ১০ বছরে তালায় আ”লীগ নানা ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা চাই এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মধ্যে যাচাই বাছাই করে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
Please follow and like us: