সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ৩৬৩টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো জমি ও ঘর
আসাদুজ্জামান:
সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে চতুর্থ পর্যায়ে ৩৬৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা প্রান্তে বক্তব্য দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহররা প্রমুখ।
অপরদিকে, দেবহাটা প্রান্তে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। এছাড়া দেবহাটা উপজেলা অডিটোরিয়ামে, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রমুখ।