সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় সাইকেল চালক মাদ্রাসা ছাত্র নিহত
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় সাইকেল চালক এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সম্রাট প্লাজার সামনে এঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোঃ পারভেজ (১৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে ও খানপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
পরানদহ বাজারের চা দোকানী মোঃ আমিরুল ইসলাম জানান, তার ছেলে পারভেজ মাদ্রাসায় পড়াশুনার পাশপাশি শহরের বাস টার্মিনালে একটি মটর গ্যারেজে কাজ করে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরের একটি দোকান থেকে একটি মটর পার্টস কিনে বাই সাইকেলে টার্মিনালে আসছিলো। পথিমধ্যে সম্রাট প্লাজার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যান তার সাইকেলে সজোরে ধাক্কা মারে। এতে সে মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মাদ্রাসা ছাত্র পারবেজের সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে লাশ রাখা হয়েছে। ঘাতক ইঞ্জিনভ্যানটি পালিয়ে গেছে।