সাকিব-তামিমকে ছাড়িয়ে লিটনের রেকর্ড
স্পোর্টস ডেস্ক:
একটা সময় তার নামে চালু করা হয়েছিল ডিসকাউন্ট অফার। ট্রল ও সমালোচনার বন্যায় মাঠ ও মাঠের বাইরে অবর্ণনীয় চাপে ছিলেন লিটন দাস। সেই চাপকে বেশ ভালোভাবেই জয় করেছেন তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ে বদলে ফেলেছেন নিজেকে।
লিটন এখন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ। দারুণ ধারাবাহিকতায় রেকর্ডের পাতায় এবার দেশের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবালকেও এক জায়গায় ছাড়িয়ে গেছেন তিনি।
সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭১ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন লিটন। আর তাতেই গড়ে ফেলেছেন বড় এক রেকর্ড। ওয়ানডেতে ৬৫ ওয়ানডে ইনিংসে ২ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। যা বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম ২ হাজার রান করার রেকর্ড।
লিটনের আগে দেশের হয়ে এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৬৯ ইনিংসে দুই হাজার রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তৃতীয় অবস্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৭০ ওয়ানডে ইনিংসে ২ হাজার রান ছুঁয়েছিলেন বাঁহাতি এই ওপেনার।