বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কেক কাটা, দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭ মার্চ) সকাপঠ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষকউম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মো. আলাউদ্দিন, আসাদুজ্জামান, পলাশ কুমার সিংহ, সুদর্শন রপ্তান, মমতাজ হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুসহ তার শহিদ পরিবার ও মহান মুক্তিযুদ্ধের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ ও শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।