কলারোয়ায় একজন সাত্তার সানার টমেটো চাষে স্বাবলম্বী হওয়ার গল্প
Post Views:
২৫৫
কামরুল হাসানঃ
কলারোয়ায় টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাত্তার সানা নামের এক কৃষক। শীত-গ্রীষ্ম মিলিয়ে বছরে ৮ মাস তিনি টমেটো ফলিয়ে চলেছেন প্রায় বছর দশেক। তাঁর বাড়ি উপজেলার অন্যতম সবজি উৎপাদনকারী এলাকা কামারালি। বর্তমানে কেবলমাত্র টমেটো চাষের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন সাত্তার সানা। দারিদ্র হটিয়ে জীবনে এনেছেন সচ্ছলতা। জীবনমান করেছেন উন্নত। স্বাচ্ছন্দ্য আজ তাঁর হাতের নাগালে। সফল টমেটো চাষী সাত্তার সানা জানান, তিনি ৪০ শতক জমিতে কৃষিবিধি অনুসরণ করে চাষাবাদ শুরু করেন। প্রথম কয়েক বছর সাফল্য সেভাবে ধরা না দিলেও ধীরে ধীরে তা অর্জিত হতে থাকে। চলতি মৌসুমে তিনি টমেটো চাষে ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় করেছেন। আর উৎপাদিত টমেটো বিক্রি করেছেন ৪ লক্ষ টাকার বেশি দামে। তিনি জানান, উত্তরণ’র সলিটারিডাড সফল প্রকল্পের আওতায় তিনি চাষাবাদ করে বেশি সুফল পেয়েছেন। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের নির্দেশনা ও পরামর্শ তিনি মেনে চলেছেন। সাত্তার সানা জানান, বিঘাপ্রতি জমিতে ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদিত হয়। মূলত: মার্চ থেকে জানুয়ারি- এই ৮ মাস টমেটো চাষাবাদ হয়ে থাকে। তবে তিনি জানান, এই চাষাবাদ সফল করতে নিবিড় পরিচর্যার পাশাপাশি নিয়মমাফিক সব কাজ ঠিক সময়ে করতে হয়। এর বেড নির্মাণ, সেচ, সার প্রয়োগ সবকিছুতেই নিয়মের এতোটুকু ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। সবমিলিয়ে আবহাওয়া থাকতে হবে চাষের অনুকূলে। তবেই মিলতে পারে কাঙ্ক্ষিত ফলন। সাত্তার সানা ভবিষ্যতে আরও বেশি বেশি করে টমেটো চাষের বিস্তার ঘটাতে চান।