কলারোয়ায় বেত্রবতী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কামরুল হাসানঃ
কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ও মহান মুক্তযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে বেত্রবতী নদীর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্নিকটে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মাননবন্ধনের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কলারোয়া উপজেলা ও পৌর শাখা। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালীন বক্তারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে বেত্রবতী ব্রিজের বন্ধ থাকা নির্মাণ কাজ ফের চালু করার দাবি জানান। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ এ ব্রিজে নিত্য মানুষ ও যান চলাচল অব্যাহত থাকায় বড় ধরনের যেকোনো দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করে দ্রুত এটির নির্মাণ কার্যক্রম আবারও শুরু করার দাবি জানান বক্তারা। এছাড়া কপোতাক্ষ নদ খননেরও দাবি জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ৫ ডিসেম্বর দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এস্থানে থাকা ব্রিজটি উড়িয়ে দিয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি সন্তোষ কুমার পাল, ক.পা.ই সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এসএম জাকির হোসেন, সাংবাদিক এম এ সাজেদ, আরিফ চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, সরদার জিল্লুর, ফারুক রাজ, জাহাঙ্গীর হোসেন, সেলিম খান, নাজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, পূজা উদযাপন কমিটির নেতা দিলীপ অধিকারী, হরেন্দ নাথ রায়, দিলিপ ঘোষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন ওয়ার্কার্স পার্টির নেতা মাস্টার প্রদীপ কুমার পাল। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফসারের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
Please follow and like us: